বিকল্পধারা ‘ভাঙার’ পেছনে বিএনপিকে দুষছেন মাহী বি চৌধুরী
১৯ অক্টোবর ২০১৮ ২১:২৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ২১:৫৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের ‘ভাঙনের’ পেছনে বিএনপির ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি চৌধুরী।
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার দুপুরে বিকল্পধারা থেকে দলটির সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, যুগ্ম মহসচিব মাহী বি চৌধুরী, সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নানকে বহিষ্কার করে অন্য একটি অংশ।
এ বিষয়ে মাহী বি চৌধুরী বলেন, ‘যারা বিকল্পধারার প্রেসিডেন্ট ও মহাসচিবকে বহিষ্কার করেছেন তারা বহিষ্কৃত হয়েছেন এক মাস আগেই। এরা বিকল্পধারার কেউ নন। সুতরাং বিকল্পধারার নামে দল গঠন ঘৃণিত ও হাস্যকর।’
তিনি বলেন, ‘এর পেছনে একটি বড়ো রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে। কারণ বিকল্পধারার বহিষ্কৃত নেতা শাহ আহাম্মেদ বাদল বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর কর্মচারী। সেখান হয়ে হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক।’
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল বিকল্পধারা
মাহী বলেন, ‘আমরা বিএনপিকে আগেই বলেছি, স্বাধীনতা বিরোধীদের ছাড়লে এবং ভারসাম্যের রাজনীতি মেনে নিলে তাদের সঙ্গে ঐক্য করতে আমাদের কোনো আপত্তি নেই। এখনও বিএনপির ৭০/৮০ ভাগ মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্যের বিরোধী। আমরা জাতীয়তাবাদী শক্তির বৃহৎ ঐক্য চাই। এ লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশ ন্যাপ এবং এনডিপি যুক্তফ্রন্টে কাজ করতে সম্মত হয়েছে। আরো অনেক দল এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।’
মাহী বলেন, ‘২০০১ সালে বিএনপি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট করেছে। সে সময় থেকে বিএনপিতে ভাঙনের সূত্রপাত।’
প্রসঙ্গত তিনি বলেন, ‘বি চৌধুরী সাত মাস থেকে প্রেসিডেন্ট থাকার পর পদত্যাগ করেন। ২০০৪ সাথে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন মেজর মান্নান ও মাহী বি. চৌধুরী। তারপর কর্নেল অলির নেতৃত্বে মন্ত্রী এমপিসহ আরো পদত্যাগ করেন ৩০/৩৫ জন। এরপর বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সব ভাঙনই হয় স্বাধীনতাবিরোধীদের জোটে নেওয়ার কারণে।’
প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, সহ-সভাপতি মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টু, শ্রমজীবী ধারার সভাপতি আ্ইনুল হক, সহ-সভাপতি মহাসিন আলী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মেসবাহ উদ্দিন জুন্নু, ধম্র্ বিষয়ক সম্পাদক মাওলানা কবির হোসেন, ঢাকা মহানগর বিকল্পধারার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/একে