Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের সমর্থন চায় মাল্টা


১৯ অক্টোবর ২০১৮ ১৮:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে (আগামী ২০২৩-২৪ মেয়াদে) বাংলাদেশের সমর্থন চায় মাল্টা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সমর্থন চেয়েছেন মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলা।

চলমান ১২তম আসেম (এশিয়া এবং ইউরোপের ৫৩ টি দেশের উন্নয়ন জোট) সম্মেলনের ফাঁকে গত ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (১৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলা বৈঠকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় মাল্টা। সম্পর্কের মাত্রাকে আরো উন্নত করতে দুই দেশকেই উদ্যোগগ নিতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ঝুলে থাকা পলিটিক্যাল কনসালটেশন বিষয়ে সমাঝোতা করা প্রয়োজন। পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়েও দুই দেশের মধ্যে আরো সহযোগিতার ক্ষেত্র বাড়ানো প্রয়োজন।’

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বাংলাদেশের চেষ্টার ত্রুটি থাকবে না। আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে মাল্টাকে সমর্থনের বিষয়ে যথাযথ মনোযোগ থাকবে।’

সারাবাংলা/জেআইএল/একে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বাংলাদেশ মাল্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর