Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ


১৮ অক্টোবর ২০১৮ ১৪:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে আবারও জোরালো অবস্থান তুলে ধরলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের দুজন প্রতিনিধি ঢাকায় আসবে। যারা দুই সপ্তাহ এখানে অবস্থান শেষে সংস্থার কাছে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে ইইউ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান ইইউ’র রাষ্ট্রদূত রেনজি টেরিংকের। বৈঠকে ব্রিটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা রয়েছেন।

রাষ্ট্রদূত রেনজি টেরিংকের বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। তাই ইইউ চায় নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক।

নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ এ বিষয়টিই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে উল্লেখ করে ৭ সদস্যের প্রতিনিধি দলটির প্রধান বলেন, অতীতে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন রয়েছে। তার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য নির্বাচনের কমিশনেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহন করুক। উৎসবমূখর পরিবেশে একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।

সারাবাংলা/জিএস/এমএস

ইইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর