Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশবান্ধব বিয়ে, বাইসাইকেলে গেল বরযাত্রী বহর


১৮ অক্টোবর ২০১৮ ১৫:২৭ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৩:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার ।। 

ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন দেখতে রাস্তার দুপাশে ভিড় করে মৌলভীবাজারের উৎসুক জনতা। লোকে লোকারণ্য হয়ে পড়ে বরযাত্রী বহরের যাওয়ার সড়কটি। হবে নাই বা কেনো! এরকম বরযাত্রী বহর আগে কোনোদিন দেখেনি তারা।

বর আহমদ আলী সায়েম নিজে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন কনের বাড়িতে। সঙ্গে ৪৮ জন বরযাত্রীর বিশাল এক বহর, তারাও যাচ্ছেন বাইসাইকেলে। সাইকেলগুলো ফুল দিয়ে সাজানো, বরের সাইকেলটি আর আরও বেশি জাঁকজমকভাবে সাজানো।

আহমদ আলী সায়েম মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন। তিনি সারাবাংলাকে জানান, পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে কয়েক বছর ধরে প্রচার চালিয়ে যাচ্ছে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি। সেই প্রচারের অংশ হিসেবেই ব্যতিক্রমী এই বরযাত্রার আয়োজন করেছেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমদ।

তিনি আরও বলেন, সুস্বাস্থ্যের জন্য বাইসাইকেল খুব প্রয়োজনীয়। সেই সঙ্গে এটি সম্পূর্ণভাবেই পরিবেশবান্ধব।

বর আহমদ আলী সায়েম জানান, বুধবার (১৭ অক্টোবর) দুপুরে বরের বাড়ি থেকে শহরের বড়হাট এলাকা থেকে থেকে ৪৮টি বাইসাইকেলের বহর নিয়ে তারা শাহ মোস্তফা সড়কে অবস্থিত সাদিয়া কমিউনিটি সেন্টারে যান। সেখানে বিয়ের পর বিকেলে কনে নিয়ে ফেরার সময় অবশ্য গাড়িতেই ফিরেছেন নবদম্পতি।

বর যে সাইকেল চালিয়েছেন সেই বাইসাইকেলটি ছিল একটি বিশেষ ও সাজানো।

সারাবাংলা/এমআই

বরযাত্রী

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর