Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৮ জেলের দণ্ড, ১০০ কেজি ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়


১৭ অক্টোবর ২০১৮ ১২:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় আট জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত যমুনা নদীর সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এরা হলেন, চৌহালী উপজেলার সরবেশ আলী, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শান্ত ইসলাম, আব্দুল্লাহ শেখ, টাঙ্গাইল সদর উপজেলার সুলাইমান শেখ ও নাগরপুরের কামাল হোসেন।

এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে।

গতরাত ১২টার দিকে আটক প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

বুধবার (১৭ অক্টোবর) সকালে আট জেলেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিস যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি মাছ জব্দ করেছে।

সারাবাংলা/এসএমএন

কারাদণ্ড মা ইলিশ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর