Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন এক্সপ্রেসে ইয়াবা, চালক-সহযোগী আটক


১৬ অক্টোবর ২০১৮ ১৮:০৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১০ এর সদস্যরা। ঢাকা-কক্সবাজার রুটে চলা লন্ডন এক্সপ্রেস-এর চালক ও তার সহযোগী ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ অক্টোবর) অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, লন্ডন এক্সপ্রেস-এর বাস চালক আবদুল হামিদ (৫৮) ও সহযোগী রেজওয়ান (১৯)। হামিদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এবং রেজওয়ানের বাড়ি কক্সবাজারে।

র‍্যাব-১০ এর অপারেশন পরিচালক অতিরিক্ত এএসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ছোট ছোট ১৩টি ব্যাগে বিশেষ কৌশলে ইয়াবার চালান নিয়ে লন্ডন এক্সপ্রেস-এর চালাক ঢাকায় প্রবেশ করবে- এমন গোপন তথ্য ছিল আমাদের কাছে। সে অনুযায়ী, যাত্রাবাড়ীর গোলাপবাগে অবস্থান নিয়ে তল্লাশি চালানো হয়। ইয়াবার সঙ্গে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এটি

ইয়াবা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর