Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে জেএসএস’র দুই কর্মী আটক


১৬ অক্টোবর ২০১৮ ১৭:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি: রাঙামাটি শহরের ট্রাইবেল আদাম এলাকায় অভিযান চালিয়ে বিকি চাকমা (২৩) ও সঞ্জয় চাকমা (২৪) নামে দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সেবার কাগজপত্র, ৬টি মোবাইল ফোন এবং জেএসএস সশস্ত্র গ্রুপের কর্মী ও তাদের পরিবারের নামের তালিকা পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী। তারা জেএসএস সশস্ত্র বিভাগের সদস্যদের চিকিৎসা দেওয়ার কাজে নিয়োজিত ছিল।

বিকি চাকমা জানান, আমার বাবা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সদস্য। আমার বাবা বলেছে, যে কারণে আমি এই পেশায় কাজ করছি। প্রায় ৩-৪ বছর ধরে আমি এই পেশায় আছি। আমাকে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হয়।

রাঙামাটির কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ট্রাইবেল আদাম এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বিকি চাকমা ও সঞ্জয় চাকমা নামে দুই যুবককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এটি

জেএসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর