জয়কে নিয়ে মামলার প্রতিবেদন দাখিল ৪ ফেব্রুয়ারি
৪ জানুয়ারি ২০১৮ ১৭:৫১ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ১৭:৫৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন।
এ নিয়ে ২৮ বার সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ষড়যন্ত্র মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)-এর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্যে আসামিরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে থেকে এ পর্যন্ত যেকোনো সময় এ পর্যন্ত চক্রান্ত করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
সারাবাংলা/আআই/আইজেকে