Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে মাদক ব্যবসায়িদের ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


১৬ অক্টোবর ২০১৮ ১০:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

যশোর : যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত না করলেও পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

সোমবার (১৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

কোতোয়ালী থানার উপপরিদর্শক মোকলেসউজ্জামান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের কাছে খবর আসে যে পুলিশ খবর পায়, মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি মারা গেছেন পুলিশের ধারণার কথা বলছেন এসআই মোকলেস। ঘটনার ব্যাপারে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই ব্যক্তি মারা গেছেন।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর