নরসিংদীতে নব্য জেএমবির আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও
১৬ অক্টোবর ২০১৮ ০৮:৩২ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১০:২৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নরসিংদী : নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুইটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাড়ি দুইটি ঘেরাও করে রাখা হয়। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িদুটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও পুলিশ সদর দফতর এই অভিযান যৌথভাবে পরিচালনা করছে বলে নরসিংদী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আস্তানা দুইটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার ৭ তলা একটি ভবন। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুই জন নারী ও একজন পুরুষ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের একটি পাঁচতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, অভিযান সম্পূর্নভাবেই কাউন্টার টেরোরিজম ইউনিট পরিচালনা করবে। আপাতত তারা কেবল জেএমবির আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও করে রেখেছেন। অপারেশনের প্রস্তুতি চলছে, পরবর্তীতে বাকী সিদ্ধান্ত নেয়া হবে।
সারাবাংলা/এসএমএন
আস্তানা ঘেরাও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট নব্য জেএমবি