Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


১৫ অক্টোবর ২০১৮ ২১:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য শরীরে আগুন ধরিয়ে সালমা আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ মামলার অন্য আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর আগে গুরুতর আহত সালমার জবানবন্দী ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

তবে মামলার অন্য ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

মামলার বাদি ও সালমার ভাই মো. নুরুজ্জামান রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ন্যায় বিচার পাওয়ায় খুশি তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রোল ঢেলে সালমা আক্তারের (২১) শরীরে আগুন ধরিয়ে দেন তার স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যান সালমা আক্তার।

সারাবাংলা/এসএমএন

খাগড়াছড়ি স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা