Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দলের নেতা নিহত


১৫ অক্টোবর ২০১৮ ১০:০৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১০:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

টাঙ্গাইলে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ফরহাদ পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন।

রোববার (১৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম পৌঁছালে র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থী নেতারা গুলি ছুড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলগুলির এক পর্যায়ে ফরহাদ গুলিবিদ্ধ ও গুরুত্বর আহত হয়। অন্যান্য নেতারা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ফরহাদকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এনএইচ

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর