Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের বিকল্প নেই: এরশাদ


১৪ অক্টোবর ২০১৮ ২০:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থা বহাল এবং দেশে সর্বসাধারণের গ্রহণযোগ্য জনপ্রিয় সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই।

রেবাবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে এইচএম এরশাদ আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী পার্টির মহাসমাবেশ সফল করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন, আগামী একাদশ নির্বাচনপূর্ব এটাই শেষ মহাসমাবেশ। তাই এ মহাসমাবেশে পার্টির সব স্তরের নেতাকর্মীদের উপস্থিত হতে হবে। পাশাপাশি জনসাধারণকেও এ সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সাবেক এ রাষ্ট্রপতি।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

এইচএম এরশাদ জাতীয় পার্টি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর