Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা বিক্রিতে জড়িত ঢামেক কর্মচারী আটক


১৪ অক্টোবর ২০১৮ ১৬:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ইয়াবা বিক্রির সময় আমিনুল ইসলাম (৪০) নামের এক কর্মচারীকে আটক করেছে র‍্যাব-৩।

শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে তাকে আটক করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বলেন, আমিনুল ১০৯ নম্বর ওয়ার্ডে কর্মরত। তার সকালে ডিউটি ছিল। রাতে সে কেন হাসপাতালে এসেছিল জানা নেই।

জরুরী বিভাগের কয়েকজন ওয়ার্ডবয় বলেন, আমিনুলকে ‘মুন্ডা আমিনুল’ নামে সবাই চেনে। সে ইয়াবাসেবী হিসেবে পরিচিত। তার বাড়ি জামালপুরে।

র‍্যাব-৩ এর (সিপিসি-২) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মারুফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামকে ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আমিনুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরেই ইয়াবা সেবন করে এবং মাঝে-মধ্যে ইয়াবা বিক্রি করে।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

ইয়াবাসহ গ্রেফতার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর