Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ ধরায় চাঁদপুরে ৮ জেলের কারাদণ্ড


১৪ অক্টোবর ২০১৮ ১৪:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আট জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

চাঁদপুর মডেল থানায় এই ভ্রাম্যমান আদালত বসানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, শনিবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে রোববার (১৪ অক্টোবর) ভোররাত পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় এই আট জেলেকে আটক করা হয়। সেইসঙ্গে তিন মন মা ইলিশ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুলিশ।

পরে চাঁদপুর থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান। সেখানে আট জেলের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/এসএমএন

কারাদণ্ড চাঁদপুর ভ্রাম্যমাণ আদালত মা ইলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর