ইন্দোনেশিয়ায় ভূমিধসে শিক্ষার্থীসহ ২৭ জনের মৃত্যু
১৪ অক্টোবর ২০১৮ ১৪:২৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:১১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় পৃথক পৃথক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১২ শিক্ষার্থীসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, স্থানীয় সময় শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে মুয়ারা সালাদি গ্রামে স্কুলধসে ১২ শিক্ষার্থীর মৃত্যু হয়।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো বলেন, ভূমিধসে তলিয়ে যাওয়া ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জনকে স্থানীয়রা উদ্ধার করতে পেরেছে। সেইসঙ্গে, উদ্ধার করা সম্ভব হয়েছে কয়েকজন শিক্ষককে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ১১ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার উদ্ধার করা হয় আরও ১ শিক্ষার্থীর মৃতদেহ।
সিবোলগা জেলায় ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ বাড়িঘর । সুতোপো পুরও নুগরোহো আরও জানান, তানাহ ডাটার জেলায় আকস্মিক বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে মারা যায় ৫ জন।
এছাড়া, বন্যা ও ভূমিধসে পাদাং পারিমন ও পশ্চিম পাসমান জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে প্রায় পাঁচশ গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে। ভেঙ্গেছে কয়েকটি সেতু।
বেশ কিছু অঞ্চলে জরুরি ত্রাণ দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন নুগরোহো। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রতি বছর মৌসুমি বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অনেক মানুষ প্রাণ হারায়।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় সুনামি: চার্চে মিললো ৩৪ শিক্ষার্থীর মরদেহ