ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
৪ জানুয়ারি ২০১৮ ১৫:২০ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ১৬:১২
স্টাফ করেসপন্ডেন্ট,চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। দুপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দাঁড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিনি জানান, দুই পক্ষই ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ।
সারাবাংলা/আরসি/জেডএফ