Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রভাবশালীরা আইন মানলে ট্রাফিক অনিয়ম কমে যাবে’


১৩ অক্টোবর ২০১৮ ১৬:২২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সমাজে যারা প্রভাবশালী ও দায়িত্বশীল ব্যক্তি তারা আইন না মানলে সাধারণ মানুষকে আইন মানানো সম্ভব নয়। তাই সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রভাবশালীরা যদি আইন মানে তাহলে ট্রাফিক অনিয়ম কমে যাবে বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (১৩ অক্টোবর) সকাল দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সমাজের প্রভাবশালী ও দায়িত্বশীল ব্যক্তিরা যদি ট্রাফিক আইন মেনে চলেন তাহলে ট্রাফিক অনিয়ম কমে যাবে। যদি তারা অনিয়ম করেন তাহলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিশেষ করে পুলিশের কোনো সদস্য যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে তাকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আইন আমাদের সবাইকে মানতে হবে।’

সড়কে যে বিশৃঙ্খলা এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের আইন না মানার সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা হচ্ছে সব চেয়ে বড় এবং ১ নম্বর বাধা। এ শহরে ধারণ ক্ষমতার চেয়ে গাড়ির সংখ্যা বেশি, মানুষের সংখ্যা বেশি। ঈদুল ফিতর, ঈদুল আযহায় ত্রিশ থেকে চল্লিশ লাখ লাখ লোক ঢাকার শহর ছেড়ে যায়। তখন কিন্তু ঢাকার শহরে কোনো যানজটের চিত্র থাকে না। সুশৃঙ্খলভাবে সব চলে। এ যে অতিরিক্ত জনসংখ্যা এবং গাড়ির চাপ আসলে ঢাকার শহর নিতে পারছে না। এটাও আরেকটা কারণ।’

দুর্গা পূজা শেষ হওয়ার পর ঢাকা সিটিতে রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবার ১০ থেকে ১৫ কিংবা এক মাসব্যাপি ট্রাফিক সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান ডিএমপির পুলিশ কমিশনার।

বিজ্ঞাপন

সমাবেশে ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই যানজট দেখে হতাশ হওয়ার কিছু নেই। দেশ উন্নত হওয়ার কারণে এত যানজট সৃষ্টি হয়েছে। কিন্তু এই দেশের ট্রাফিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তোমাদের নিরলসভাবে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার আগ্রহ সৃষ্টি করতে হবে। ট্রাফিক আইন-কানুন কিভাবে মানতে হয়, সেটা পাঠ‍্য বইয়ের অংশ করা উচিত। যাতে শিক্ষার্থীরা ছোট থেকে ট্রাফিক আইন শিখতে পারে।’

ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে আরো উপস্থিত ছিলেন- চিত্রনায়ক ফারুক, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, চলচ্চিত্র শিল্প সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, রোভার স্কাউটের সারোয়ার মুহাম্মদ শাহরিয়ার, চিত্রশিল্পী নাদের চৌধুরী, চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচিত্র অভিনেতা আহম্মেদ শরিফ, শ্রমিক নেতা এনায়েত উল্লাহ, শ্রমিক নেতা ফারুক তালুকদার সোহেল, অধ‍্যাপক ম তামিম, বিশিষ্ট স্থাপতি মোবাশ্বের হোসেনসহ প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমও

আইন ট্রাফিক সচেতনতা ডিএমপি কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর