Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইন: সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার


১৩ অক্টোবর ২০১৮ ১৪:২১ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৪:৩৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে পরিষদের সদস্যরা অংশ নেবেন।

শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সদস্য দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছিল সম্পাদক পরিষদ। তবে এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পাদক পরিষদকে আলোচনায় অংশ নিয়ে কর্মসূচি স্থগিতের অনুরোধ জানান। পরে সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকে বলা হয়, আইনটি নিয়ে সম্পাদকদের আপত্তি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। এরপর মন্ত্রিসভার দুইটি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে সম্পাদক পরিষদের আপত্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিষয়টি তুলে ধরে সে কারণেই ফের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামল দত্ত বলেন, এটি প্রতিশ্রুতির বরখেলাপ। সম্পাদক পরিষদ স্থগিত মানববন্ধনটি ১৫ অক্টোবর পালন করবে।

লিখিত বক্তব্যে শ্যামল দত্ত ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সম্পাদক পরিষদের আপত্তি রয়েছে, সেগুলো তুলে ধরেন। তিনি বলেন, এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলো গণতান্ত্রিক অধিকার, সুশাসন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চলতি দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এই ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, আমাদের সঙ্গে সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সর্বশেষ বৈঠকে আইনমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, রাষ্ট্রপতি সংসদে পাস হওয়া বিলে সই করার আগেই কিছু করা যায় কিনা। তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি সই করার পরও সরকার চাইলে সংশোধনীর মাধ্যমে আইনে পরিবর্তন আনতে পারেন। এটি একটি সুস্পষ্ট সাংবিধানিক প্রক্রিয়া। আমরা আশা করব, অনুরোধ করব, এই প্রক্রিয়া মেনে এই আইনের বিশেষ যে ধারাগুলো নিয়ে আমরা বলেছি, সেগুলোতে সংশোধনী আনবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নূরুল কবীর, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমানসহ অন্যরা।

আরও পড়ুন-

‘মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উঠছে সম্পাদক পরিষদের সুপারিশ’

‘মিথ্যা না বললে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই’

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ঠেকাতেই ডিজিটাল নিরাপত্তা আইন’

সারাবাংলা/টিআর

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পাদক পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর