Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল সিটির ৯ কেন্দ্রে পুনঃভোট চলছে


১৩ অক্টোবর ২০১৮ ১৩:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল :  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাতিল হওয়া ৯ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এখন পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে টানা ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশে এবং নির্বিঘ্নে ভোটরদের ভোট দিতে দেখা গেছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকালে বরিশাল সিটি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এসএমএন

 

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর