ফ্লোরিডাকে মানচিত্র থেকে প্রায় মুছে দিয়েছে মাইকেল!
১৩ অক্টোবর ২০১৮ ১২:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:১৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে অনেকটা যেন মানচিত্র থেকে মুছে ফেলেছে হ্যারিকেন মাইকেল। ফ্লোরিডা সৈকত এলাকার আগের ছবির সঙ্গে বর্তমান ছবি মিলিয়ে দেখলে অন্তত তাই মনে হবে।
বুধবার ফ্লোরিডার উত্তর-পশ্চিম উপকূলে মেক্সিকো সৈকতের কাছে আছড়ে পড়ে মাইকেল। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় হ্যারিকেনের মধ্যে একটি এবারের মাইকেল। এতে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জরুরি বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনও ক্ষতিগ্রস্ত বহু এলাকায় উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।
মেক্সিকো সৈকতে এখনও কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনো চলছে।
শক্তিশালী এই হ্যারিকেনে ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া, ভার্জিনিয়া এবং ক্যারোলাইনায় এক মিলিয়ন বা ১০ লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাইকেলের প্রবল বাতাসের তোড়ে সমুদ্র সৈকতের ঘরবাড়ি, নৌ যান এমনকি ৩০ টন ওজনের রেলের বগিও খেলনার মতো উড়ে গেছে।
হ্যারিকেনের ভয়াবহতা সম্পর্কে মেক্সিকোর সাবেক মেয়র টম বেইলি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘সব বোমের চেয়ে ভয়াবহ এই বোমার আঘাতে এর চেয়ে বেশি ক্ষতি হওয়া আর সম্ভব না।’
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে হ্যারিকেন মাইকেল কেড়ে নিলো ৬ প্রাণ
সারাবাংলা/এসএমএন