Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় ভূমিধসে ৩১ জনের মৃত্যু


১২ অক্টোবর ২০১৮ ১৬:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১৬:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে উগান্ডার পূর্বাঞ্চলের মাউন্ট এলগোনে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় রয়টার্স।

উগান্ডার দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মার্টিন অয়োর জানান, সেখানে বুডুডা জেলার একটি পাহাড়ি অঞ্চলে
বৃহস্পতিবার এই ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের খাবার ও আশ্রয়ের জন্য সাহায্য পাঠানো হয়েছে।

উগান্ডার রেডক্রস কমিটি জানায়, ভূমিধস ও ভারি বর্ষণে মানুষ, বন্য পশু সব ভেসে গেছে।

দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসোভেনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি ভূমিধসে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুডুডায় বন উজাড় ও কৃষিকাজ ভূমি ধসের ঝুঁকি বাড়াচ্ছে। ২০১০ সালে ওই অঞ্চলে ভূমিধসে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিলো।

সারাবাংলা/এনএইচ

উগান্ডা ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর