Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি ও মাদক নির্মূল হলেই দেশ পরিচ্ছন্ন হবে: গোলাম দস্তগীর গাজী


১২ অক্টোবর ২০১৮ ১৫:২৪ | আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১৫:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জঙ্গি ও মাদক নির্মূল হলেই দেশ পুরোপুরি পরিচ্ছন্ন হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ উপলক্ষে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শুক্রবার (১২ অক্টোবর) সকালে গাজী ভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে। অন্য কোনো সরকার দেশের এতো উন্নয়নের কথা কখনো চিন্তাও করেনি। এছাড়া দেশকে পুরোপুরি পরিচ্ছন্ন করতে হলে জঙ্গি ও মাদক নির্মূল করতে হবে। তবেই দেশ হবে পুরোপুরি পরিচ্ছন্ন। আর সেই কাজটি করে চলেছে আওয়ামী লীগ সরকার। আমরা দুর্নীতি করি না এবং দুর্নীতি পছন্দও করি না।

তিনি আরও বলেন, রূপগঞ্জে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। আর এগুলো দেখার দায়িত্ব ছিল আমার। আমি আশা করি, সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছি। এছাড়া কিছু রাস্তাঘাটের কাজ চলছে সেগুলো দ্রুত শেষ হবে। ভুলতা ফ্লাইওভারের একাংশের কাজ প্রায় শেষের দিকে। এই ফ্লাইওভারটি চালু হলে রূপগঞ্জ অনেক বদলে যাবে। রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থা পুরোই বদলে গেছে। এই সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নে করেছে। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার নেই।

এসময় মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এনএইচ/এটি

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর