Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় ৮ জেলের সাজা


১১ অক্টোবর ২০১৮ ২১:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২২:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চাঁদপুর: প্রজনন মৌসুমে ইলিশ ধরার অভিযোগে চাঁদপুরে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিনব্যাপী চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন, চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামের রিপন পাটোয়ারী (২২), রহিম শেখ (৩৫), মাসুদ পাটোয়ারী (৩০), তরপুরচন্ডী গ্রামের চুন্নু ভূঁইয়া (২৬), ফজলু মিয়া (৩৬), হানিফ ছৈয়াল (২২), বিষ্ণুপুর গ্রামের শরীফ (৩৮), উত্তর শ্রীরামদীর আল আমিন (৩৫)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, বৃহস্পতিবার দিনব্যাপী চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়েছে।

তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য নদীতে মাছ ধরা, বাজারজাতকরণ, বিতরণ, সংরক্ষণের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমএইচ

ইলিশ ধরা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চাঁদপুর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর