বাংলার জনগণ তারেকের ফাঁসি চায়: গাজী গোলাম দস্তগীর
১১ অক্টোবর ২০১৮ ২০:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২০:৫৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা অভিহিত করে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বাংলার জনগণ গ্রেনেড হামলার মূল হোতা তারেকের ফাঁসি চায়।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে নির্বাচনী আলোচনা সভায় তিনি একথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, গ্রেনেড হামলায় দেওয়া গতকালের (বুধবার, ১০ অক্টোবর) রায়ে আমরা খুশি নই। আমরা তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম। তাই আইনমন্ত্রী বলেছেন, আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আপিলে তারেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হবে। কারণ বাংলার জনগণ তারেকের ফাঁসি চায়। যে এই ঘটনা ঘটিয়েছে, তার যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে বাংলার জনগণ মর্মাহত হবে।
তিনি আরও বলেন, আমি সন্ত্রাস-চাঁদাবাজি বুঝি না। আমি এসেছি আপনাদের জন্য কাজ করতে। কায়েতপাড়ায় কী কী উন্নয়ন হয়েছে, সেটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তাই আমি যদি রূপগঞ্জের উন্নয়ন করে থাকি, তাহলে আমি আপনাদের কাছে আবারও ভোট চাইতে পারি। তাই আপনারা নৌকায় আবারও ভোট দেবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করে আবারও প্রধানমন্ত্রী বানাবেন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারুল আলম টুটুল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল রহমান বাদল, সাধারণ সম্পাদক মোশারফ ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কায়েতপাড়ার মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টিসহ অন্যান্যরা।
সারাবাংলা/এসজে/এমএইচ