Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতনতা বাড়াতে জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত


১১ অক্টোবর ২০১৮ ১৯:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কৃষি উৎপাদন বাড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়ভাবে পালিত হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮। বৃহস্পতিবার (১১ অক্টোবর) কেন্দ্রীয়ভাবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবিতে) পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালিও অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’।

আলোচনায় অংশ নিয়ে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বলেন, ‘ইঁদুরের উপদ্রবসহ সব ধরনের আপদ বালাই রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। ইঁদুর ছোট প্রাণি হলেও এর ক্ষতির পরিমাণ ব্যাপক। ইঁদুর উৎপাদিত ফসলের ২০-৩০ ভাগ ক্ষতি করে থাকে।’


তিনি আরও বলেন, ‘ইঁদুরের শত্রু পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত হতে আমরা রক্ষা পাবো।’

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ‘ধান ক্ষেতের আইলগুলো উঠিয়ে দিয়ে কমিউিনিটি ফার্মিং করতে পারলে ইঁদুর নিধন কার্যক্রম আরো বেশি সফল হবে। প্রত্যেক ইউনিয়নে প্রশিক্ষিত র‌্যাট কিলার তৈরি করতে পারলে ইঁদুরকে সহজে দমন করা যাবে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক কৃষিবিদ অমিদাভ দাস।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এমও

ইঁদুর কৃষি উন্নয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর