Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশির মৃত্যু


১১ অক্টোবর ২০১৮ ১৫:২২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বাহরাইনের রাজধানী মানামায় বহুতল ভবনধসে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় ডিফেন্স ফোর্স হসপিটাল ও কিং হামাদ ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নিহতদের পরিচয় দেওয়া হয়, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল ও আলো মিয়া।

মঙ্গলবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মানামার আল মির্জা সড়ক ও নেস্ট সুপার মার্কেটের পাশে তিন তলা ভবনটি ধসে পড়ে।

পুলিশ জানায়, ভবন ধসের প্রাথমিক কারণ হিসেবে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে। ভবনটিতে অর্ধশত বাংলাদেশি শ্রমিক ছিলেন।

বাহরাইনের স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান হতাহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন ও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/এনএইচ

প্রবাসীর মৃত্যু বাংলাদেশি শ্রমিক বাহরাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর