Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আগুনে পুড়ল ১৫টি দোকান, ৫টি বাড়ি


১১ অক্টোবর ২০১৮ ১৪:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান : বান্দরবানের সদরের ক্যাচিংঘাটা বাজারে আগুন লেগে ১৫টি দোকান ও পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এসময় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, জেসমিন আক্তার, মো. আনিসুর রহমান, জাহাঙ্গীর, শাহাদাত, নওশাদ ও ফিরোজ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে ক্যাচিংঘাটার মাহাবুবের মেকানিকের দোকান থেকে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আমিরের মুদির দোকান, মামুনের মুদির দোকান, ইউসুপের মুদির দোকান, আরিফের চায়ের দোকান ও মাহাবুবের মেকানিকের দোকানসহ প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাজারের পেছনে থাকা পাঁচটি বাড়িও পুড়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান বলে জানিয়েছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান। তিনি জানান, ফায়ারসার্ভিস বান্দরবানের একটি ও চট্টগ্রামের সাতকানিয়ার দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনো আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি। তদন্ত শেষে এ বিসয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান মো. ইদ্রিস।

এছাড়া আহতদের মধ্যে জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

 

আগুন বান্দরবান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর