Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জামায়াত কার্যালয়ে পুলিশের অভিযান, আমিরসহ আটক


১১ অক্টোবর ২০১৮ ১১:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ দলের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমা, উগ্রবাদী মতাদর্শের বই, কম্পিউটারসহ বেশ কিছু সামগ্রী।

বুধবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগ এই আটকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি রুহুল আমিন, আইন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, কর্মী হুমায়ন কবির, মাহফুজ রহমান, কাওয়েম উদ্দিন হিরক, শরীফ ও অফিস সহকারী জব্বার-উর রহমান।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুউল্লাহ বলেন, শহরের কেদারগঞ্জ এলাকায় একটি বাড়িতে জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের খবর টের পেয়ে জামায়াতের বেশ কিছু নেতা-কর্মী পালিয়ে গেলেও আটক করা হয় আটজনকে। এ সময় বোমা, উগ্রবাদী মতাদর্শের কিছু বই, কম্পিউটারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পলাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

 

উগ্রবাদী মতাদর্শের বই জব্দ চুয়াডাঙ্গা জামায়াতের আমির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর