তারেক রহমানের ফাঁসির দাবি ছাত্রলীগের
১০ অক্টোবর ২০১৮ ২২:৪১ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২২:৪২
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করে তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এছাড়া তারা তারেক জিয়ার কুশপুত্তলিকায় প্রতিকী ফাঁসিও দেয়।
বুধবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কর্মসূচি পালন করেন। এসময় ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘রায়ে আমরা কেউই সন্তুষ্ট না। আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এরপর বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা এটা নিয়ে মিথ্যা নাটক সাজায়। আমরা ছাত্রসমাজ এ রায়ে সন্তুষ্ট না। আমরা চাই তারেক রহমানকে লন্ডন থেকে এনে ফাঁসি দেওয়া হোক।’
এই দাবিতে ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে উল্লেখ করেস তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে স্মারকলিপি দিব। আমরা ন্যায়বিচার চাই। মুক্তিযুদ্ধের সময় যেভাবে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিল ছাত্রসমাজও তেমন দুর্গ গড়ে তুলবে।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তার ওপর ১৯ বার হামলা চালানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বর হামলার নজির নেই। আমরা তারেক জিয়ার ফাঁসি চাই। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে মানব ঢাল রচনা করে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করেছিল আগামী যেকোনো দুর্দিনে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রসমাজ প্রধানমন্ত্রীর জন্য মানবঢাল তৈরি করবে।’
সারাবাংলা/আরডি/এমও