আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান ১৪ দলের
১০ অক্টোবর ২০১৮ ২০:১৩ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২০:১৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ১৪ দলের নেতারা। ঐক্যবদ্ধ থেকে রায় নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
বুধবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে ১৪ দলের নেতারা এই আহ্বান জানান।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হাওয়া ভবনে বসে যে ব্যক্তি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করেছিল, তার সর্বোচ্চ শাস্তি জাতি প্রত্যাশা করেছিল। কিন্তু সর্বোচ্চ সাজা আমরা পাইনি। এরপরও আমাদের আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমাদের শান্ত থাকতে হবে। এই জাতির হৃদয়ের আর্তি নিশ্চয় উচ্চ আদালত বিবেচনা করবেন।’
রায় নিয়ে বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনা ছিল জানিয়ে তিনি বলেন, সারাদেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল। আমরা রাজপথে থেকে সেই পরিকল্পনা রুখে দিয়েছি। ১৪ দলের ঐক্য একটি আদর্শিক ঐক্য। আমাদের মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নেই। নিজেদের মধ্যে বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে রাজপথের ঐক্যকে শক্তিশালী করে বাংলাদেশকে রক্ষা করব।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের শক্তি শেষ হয়ে যায়নি। অনেকে মুক্তিযুদ্ধের লেবাস ধরে রাজনীতি করে যাচ্ছে। এই অশক্তি থেকে মুক্তি পেতে ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি এড. আবু হানিফ বলেন, ১৪ দল রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির ঐক্য আজ সময়ের দাবি।’
জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল বলেন, আমাদের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ক্ষমতা ধরে রাখতে আমাদের আরও একটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক তাজুর মল্লুক বলেন, ১৪ দল মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি আদর্শিক রাজনৈতিক জোট। জাতির প্রয়োজনে এই দল যেকোন সময় রাজপথে গর্জে উঠার শক্তি রাখে।
জাতীয় পার্টি (জেপি) মহানগর শাখার আহ্বায়ক আজাদ দোভাষ বলেন, চট্টগ্রামে ১৪ দল রাজপথ ছাড়েনি।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জাসদের মহানগর শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, তরিকত ফেডারেশনের কাজী আহসানুল মোরশেদ আলকাদেরী, গণ আজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, ন্যাপের মিঠুল দাশগুপ্ত এবং গণতন্ত্রী পার্টির স্বপন সেন বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এনএইচ