Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে অটোরিকশার চালককে হত্যার অভিযোগ


১০ অক্টোবর ২০১৮ ১৯:২০ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৯:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলার চৌরাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে বিদ্যুতের শক দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক রিয়াজুল ইসলাম শান্তকে (২২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশি রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শান্ত’র পিতা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রিয়াজুল ইসলাম শান্তকে প্রতিবেশী মতি মাদবরের ছেলে রফিকুল ইসলাম, রোমান, রাজু, ইসমাইল ও আরিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে জানতে পারি শান্ত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাসপাতালে মারা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে বিদ্যুতের শক দিয়ে হত্যা করেছে প্রতিবেশী রফিকুল ইসলাম ও তার সহযোগিরা।

তবে প্রতিবেশি রফিকুল ইসলামের দাবি, বাড়ির পাশে পুকুর সেচতে অবৈধ বিদ্যুৎ লাইন টানতে শান্তকে ডেকে আনা হয়েছিলো। পরে বিদ্যুৎ লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় শান্তকে নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) প্রদ্যুৎ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা, না স্বাভাবিক মৃত্যু এখন স্পষ্ট কিছুই বলা সম্ভব না। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অটোরিকশা নারায়ণগঞ্জ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর