Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইক্লোনের তীব্রতায় ধেয়ে আসছে তিতলি


১০ অক্টোবর ২০১৮ ২০:৩২ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৮:৩৭

।। সারাবাংলা ডেস্ক।।

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সাইক্লোনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় তিতলিতে পরিণত হয়েছে।

জেনে নিন সাইক্লোন, হ্যারিকেন ও টর্নেডোর পার্থক্য

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৫০ থেকে কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়া আকারে যা ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

বৃহস্পতিবার ভোরে উড়িষ্যা উপকূলে আঘাত হানবে ‘তিতলি’

ধারণা করা হচ্ছে এটি আরও উত্তর বা উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল সকাল নাগাদ গোপালপুরের নিকট দিয়ে ভাতরের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করবে।

তিতলির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তিতলিতে বিক্ষুব্ধ সাগর, উপকূলে ৪, নদীতে ২ নম্বর সংকেত

এ ছাড়াও সকল অভ্যন্তরীন নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস বলছে, তিতলির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিতলির প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাবাংলা/এমএ/এমআই

ঘুর্ণিঝড় তিতলি হ্যারিকেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর