Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবহাওয়া অফিসের টেলিসংযোগ পুনঃস্থাপন


১০ অক্টোবর ২০১৮ ১৮:০৫

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: প্রায় ৪৮ ঘণ্টা বিছিন্ন থাকার পরে অবশেষে বুধবার (১০ অক্টোবর) দুপুরে অবহাওয়া অধিদফতরের টেলিযোগাযোগ সংযোগ পুনরায় সচল হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) মেট্রো রেলের কাজ চলাকালে দুর্ঘটনাবসত বিটিসিএল-এর একটি প্রাইম লাইন কাটা পড়ে। ফলে, আগারগাঁওয়ের অন্য সব টেলিফোনের সংযোগের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের সংযোগগুলোও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

৩৩ ঘণ্টায় তিতলির হানা, টেলি তার কাটা পড়ে আবহাওয়া অফিস বিচ্ছিন্ন

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর নাগাত সবগুলো টেলিফোন সচল হয়েছে, ফলে তারা এখন নির্বিঘ্নে দেশের বাকি অংশের সঙ্গে ফোন ও ফ্যাক্সে যোগাযোগ করতে পারছে।

বিটিসিএল সূত্রে জানা যায়, কাটা পড়া সংযোগটি একটি প্রাইম সংযোগ হওয়ায় এটি পুনঃস্থাপন করতে এতটা সময় লেগে যায়। ওদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন এই বিষয়ে তাদের দেরিতে অবগত করায় সমস্যাটি এতটা জটিল আঁকার ধারণ করে। এই বিষয়ে তদন্তের কথাও জানিয়েছে অতিরিক্ত প্রকল্প ব্যবস্থাপক হারুন-উর রশীদ।

সারাবাংলা/এমএ/এমআই

আবহাওয়া টেলিযোগাযোগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর