‘সরকার ডাক্তার, বিচারকরা রোগী’
১০ অক্টোবর ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৯:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
এই রায়কে ‘আগের থেকে প্রেসক্রিপশন করা রায়’ উল্লেখ করে শাহাদাত বলেন, ‘সাজানো একটি রায়। আগের থেকে প্রেসক্রিপশন করা একটি রায়। ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার প্রেসক্রিপশন দেন। এই রায়ে দেখা গেল, সরকার ডাক্তার হয়ে গেছে আর বিচারকগুলো রোগী হয়ে গেছেন।’
‘সিনহা সাহেব (সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা) উনার বইতে প্রেসক্রিপশন করা রায়ের কথা যেটা বলেছেন, সেটাই আমরা আজকের রায়ে দেখেছি। এই রায় আমরা মানি না।’
বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর চট্টগ্রাম আদালত এলাকায় এক আইনজীবীর চেম্বারে গণমাধ্যমের মুখোমুখি হন শাহাদাত।
রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয়রা আগে থেকেই বলছিলেন যে, বিএনপির শীর্ষ নেতারা এই রায়ে সংকটে পড়বেন। রায়ের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। আগে থেকেই যে এই রায়টা তৈরি করা ছিল এবং সেটা যে আবার সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল।’
শাহাদাত বলেন, তারেক রহমান এই মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। ২০০৭ সালে এক-এগারোর সরকারের সময় যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানে তারেক রহমানের নাম ছিল না। ২০০৯ সালে একজন অফিসার, যাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছিল, তাকে এনে পুনঃতদন্তের দায়িত্ব দিয়ে সম্পূরক চার্জশিটে উনার নাম দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারেক রহমানের নাম চার্জশিটে ঢুকিয়ে একটা ফরমায়েশি রায় দিয়েছে।’
রায়ের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শাহাদাত।
বুধবার (১০ অক্টোবর) গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমএইচ