Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীরা


১০ অক্টোবর ২০১৮ ১২:৪৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৭:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন আইনজীবী। রায় ঘোষণার পর বুধবার (১০ অক্টোবর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ সন্তোষ প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘রায় হয়েছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো।’

অপর আইনজীবী গোলাম আরিফ টিপু বলেন, ‘নারকীয় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের প্রত্যেকের সাজা হয়েছে। এ রায়ে আমরা খুশি।’

রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, রায় পর্যালোচনা করার পর যদি মনে হয় করো সাজা কম হয়েছে তখন আমরা উচ্চ আদালতে সাজা বৃদ্ধির আবেদন জানাব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘১৯৭৫ এর ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের পর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা সংঘটিত হয়। ইতিহাসের নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িতদের সাজা হয়েছে। এর মাধ্যমে নিষ্পত্তি হলো। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ১৯ জনের ফাঁসি হয়েছে, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন হয়েছে। এ জন্য শুকরিয়া জানাই।’

‘তারপরও আমরা রায়টি নিয়ে পর্যালোচনা করব। সিনিয়র সঙ্গে আলাপ করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে’- বলেন তিনি।

বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএস/একে/জেডএফ

২১ আগস্ট গ্রেনেড হামলা বাবর ও তারেক রহমান রায় ঘোষণা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর