গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান গোলাম দস্তগীর গাজী
১০ অক্টোবর ২০১৮ ১২:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১২:৫৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: গ্রেনেড হামলায় জড়িতদের সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
গ্রেনেড হামলার রায়কে ঘিরে কোনোপক্ষ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য বুধবার (১০ অক্টোবর) সকালে রূপগঞ্জের রূপসী, তারাব বিশ্বরোড, বরপা, ভুলতা, কাঞ্চন ও নীলা মাকের্টে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এই মুক্তিযোদ্ধা।
গোলাম দস্তগীর গাজী বলেন, পৃথিবীর ইতিহাসে আজ জঘন্যতম হামলার রায় হচ্ছে। এই হামলায় আওয়ামী লীগের ২৪জন নিহত হন। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই আজ আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। একই সাথে বিচার বিভাগের কাছে আমাদের একটি চাওয়া আসামিদের যেন সর্বোচ্চ সাজা হয়।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তারা চেয়েছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন বেঁচে গিয়েছিলেন আমাদের হাসিনা আপা। তাই আমরা বলতে চাই, গ্রেনেড হামলার রায়কে ঘিরে বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা করার চেষ্টা করলে সেটা কঠোর হস্তে দমন করা হবে।’
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, যুব-মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪জন মারা যান। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী। এ ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।
সারাবাংলা/এসজে/এমএইচ
২১ আগস্ট গ্রেনেড হামলা গোলাম দস্তগীর গাজী মামলার বিচার দাবি সর্বোচ্চ শাস্তি