Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায় ঘিরে সতর্ক পুলিশ, নগরবাসীকে আশ্বস্ত করলেন ডিএমপি কমিশনার


১০ অক্টোবর ২০১৮ ১০:২৫ | আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১১:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রায়কে ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১০ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই রায় একটি চলমান প্রক্রিয়া। আর দশটি রায়ের মতোই এটি একটি স্বাভাবিক ঘটনা। এ রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ নেই, সম্ভাবনাও নেই। তদুপরি জনগণের জানমাল রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আদালতের নিরাপত্তার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আদালতের নিরাপত্তায় কত সংখ্যাক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘তা তো সংখ্যায় বলা যাবে না। তবে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, “অতীতের মতো জ্বালাও-পোড়াওসহ কোনো ধরনের নাশকতা সৃষ্টির সামান্যতম অপচেষ্টা কেউ করলে তা কঠোর হাতে দমন করা হবে। আমি দেশবাসী ও ঢাকাবাসীকে আশ্বস্ত করব, আপনারা কাজে মন দেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের এবং আমাদের।’

বিজ্ঞাপন

এই মামলায় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসামি। রায় তাদের বিরুদ্ধে গেলে পুলিশ ডিপার্টমেন্টের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কী না?– এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। আইন সবার জন্য সমান। কেউ অপরাধ করলে তার শাস্তি হবে। ব্যক্তির দায় প্রতিষ্ঠান বা সংস্থা নেবে না। রায়ে যদি কেউ অসন্তুষ্ট হন, তাহলে উচ্চ আদালতে যেতে পারবেন। রায়কে কেন্দ্র করে কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না।’

সারাবাংলা/এজে/এজেড/এসএমএন

২১ আগস্ট গ্রেনেড হামলা আছাদুজ্জামান মিয়া নিরাপত্তা ব্যবস্থা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর