Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩ ঘণ্টায় তিতলির হানা, টেলি তার কাটা পড়ে আবহাওয়া অফিস বিচ্ছিন্ন


৯ অক্টোবর ২০১৮ ২১:৩৮ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ২১:৫৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ঢাকা : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় তিতলি। ঝড়টি মঙ্গলবার ( ৯ অক্টোবর) আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ধারণা করা হচ্ছে আর ৩৩ ঘণ্টা পর ১১ অক্টোবর ভোরে এ ঝড় বাংলাদেশে আঘাত হানবে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া হয়ে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়ার অবস্থা যখন এমন ঠিক এ সময়ে আবহাওয়া অধিদফতরের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (৮ অক্টোবর) মেট্রোরেলের কাজ করার সময় টেলিফোন লাইন কাটা পড়ায় এ বিপর্যয় দেখা দিয়েছে। শুধু টেলিফোন সংযোগ নয়, বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া অফিসের ফ্যাক্স যোগাযোগও।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার আবদুল মতিন সারাবাংলাকে বলেন, ‘টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমরা সব সাব অফিস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা কোনো ফ্যাক্স পাঠাতে পারছি না। সাধারণ যোগাযোগের জন্য আমাদের নির্ভর করতে হচ্ছে মানুষের ওপর। কেননা দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে মোবাইল টেলিফোনের নেটওয়ার্ক দুর্বল।’

তিনি আশঙ্কা করেন ঘূর্ণিঝড় আঘাত করলে দুর্বল সংযোগটুকু তৈরি করতেও অসুবিধা হবে আবহাওয়া অধিদপ্তরের।

প্রশ্ন করা হলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘মঙ্গলবার সকালে আমি নিজে গিয়ে বিটিসিএল-এ চিঠি দিয়ে এসেছি। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি এবং আমরা তাদের পক্ষ থেকে কোনো উত্তরও পাইনি। আমরা আসলে জানিও না আমাদের অভিযোগ তারা আমলে এনেছেন কি-না?’

বিজ্ঞাপন

এ বিষয়ে সারাবাংলা বিটিসিএল-এর শেরেবাংলা নগরের সংশ্লিষ্ট দপ্তরের মহাব্যবস্থাপক নাসিমুল হক মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আবহাওয়া অফিসের টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটি আমরা অবগত আছি।মেট্রোরেলের কাজে আগারগাঁও এলাকায় একটি প্রাইম লাইন কাটা পড়েছে। এ লাইন ঠিক করতে আমাদের অন্তত বুধবার (১০ অক্টোবর) সকাল বা দুপুর লেগে যাবে।’

মেট্রোরেলের কাজে এরকম জরুরি টেলিযোগাযোগ সংযোগ প্রতিনিয়তই কেটে যায় এ বিষয়ে নাসিমুল হক বলেন, ‘এই বিষয়টিতে মেট্রোরেলকে কোনোভাবে দোষারোপ করতে চাই না।’

এটি একটি স্বাভাবিক উন্নয়ন প্রক্রিয়া বলেই তিনি মনে করেন। তবে তিনি স্বীকার করেন বারবার এ রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের এ ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ ও কর্মী নিয়োগ অনেক বেড়েছে।

নাসিমুল হক আরও বলেন, ‘মেট্রোরেল প্রকল্প ও আমরা পাশাপাশি কাজ করছি; কখনও এমন কোনো সমস্যা হলে মেট্রো রেল প্রকল্পের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়।’

তবে মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প ব্যবস্থাপক হারুন-উর রশীদ সারাবাংলাকে জানান, টেলিফোন লাইন কাটার বিষয়টি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি অবহিত ছিলেন না।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো অঘটন ঘটলে প্রথমে আমাদের জানাতে হবে, বিটিসিএল এর পক্ষ থেকে এমন কোনো তথ্য আমরা পাইনি।’

মেট্রোরেলের কাজের কারণে নিয়মিত লাইন কাটার বিষয়টি এড়িয়ে তিনি বলেন, ‘টেলিযোগাযোগ লাইন কাটা পড়া অবশ্যই একটি বড় ঘটনা, আমরা এটির তদন্ত করব। তার আগে, লাইনটি মেরামতের কাজ করব যেন আগামীকালের মধ্যে সংযোগটি স্বাভাবিক হয়।’

সারাবাংলা/এমএ/একে

আবহাওয়া অফিস তিতলি মেট্রোরেল

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর