Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধি প্রণয়ন হলেই কাজ শুরু করবে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন


৯ অক্টোবর ২০১৮ ১৮:০২ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ১৮:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙ্গামাটি : ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকে ভারত থেকে প্রত্যাগত শরনার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাঙ্গামাটি সার্কিট হাউজে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক শেষে একথা জানান তিনি। আইনটি সংশোধনের পর এটি এই কমিটির তৃতীয় বৈঠক।

বৈঠক শেষে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক সাংবাদিকদের জানান, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা প্রণয়ন করা হলেই কমিশন কাজ শুরু করতে পারবে। ইতিমধ্যে আঞ্চলিক পরিষদ তাদের খসড়া বিধিমালা সংশোধনী জমা দিয়েছেন, সরকার যতদ্রুত অনুমোদন দিবে ততদ্রুতই কমিশন কাজ শুরু করতে পারবে।’

রাজা দেবাশীষ রায় বলেন, ‘বৈঠকে ভারত প্রত্যাগত শরণার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে  আলোচনা হয়েছে। এরমধ্যে মাটিরাঙার শরণার্থী যারা ভূমি হারিয়েছে তাদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদের তিন পার্বত্য জেলায় অফিস স্থাপনের কাজ প্রায় হয়ে গেছে। পার্বত্য জেলা পরিষদগুলো জায়গা বুঝিয়ে দিলেই হবে।’

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান কংজরী চৌধুরী, বান্দরবার পার্বত্য জেলা পরিষদ চেয়রাম্যান ক্য শৈ হ্লা, বান্দবানের বোমাং সার্কেল চিফ উ চ প্রু এবং খাগড়াছড়ি মং সার্কেলের প্রতিনিধি।

বিজ্ঞাপন

তবে নয় সদস্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কমিটির চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সারাবাংলা/এসএমএন

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন রাঙ্গামাটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর