Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার শারীরিক অবস্থা আগের মতই, মূল চিকিৎসা বুধবার


৯ অক্টোবর ২০১৮ ১৫:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই আছে। তবে তার মূল চিকিৎসা শুরু হবে বুধবার।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে মেডিকেলের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হাসপাতালে আনার পর আজ পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখনও তার কোনো চিকিৎসা শুরু হয়নি। তবে আজ বিকেলে তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে এবং আগামীকাল বিকেল ৪টার পর মেডিকেল বোর্ডের সকল সদস্যের সমন্বয়ে বেগম জিয়ার মূল চিকিৎসা শুরু হবে।’

হারুন বলেন, ‘গত ৬ তারিখ থেকে বেগম খালেদা জিয়া আমাদের এখানে রয়েছেন। তারপর থেকে আজ পর্যন্ত আমরা উনার যে অসুস্থতা আছে তার খোঁজ-খবর নিচ্ছি এবং প্রয়োজনীয় তথ্য নিচ্ছি। যেহেতু উনি হাসপাতালে ভর্তি আছেন তাই মেডিকল বোর্ডের ডাক্তাররা ওনাকে গিয়ে দেখেন। সেই সঙ্গে দৈনন্দিন রুটিন রাউন্ডে আমরা উনাকে দেখে থাকি। আজকে সকালে আমরা গিয়েছিলাম ওখানে। সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী এবং অধ্যাপক ডা. আতিকুল হক। আমরা রুটিন রাউন্ডে ৯টা ২০ মিনিটের দিকে গিয়েছিলাম। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কোনো অবনতি হয়নি।’

উনি আমাদেরকে জানিয়েছেন, আগামীকাল চারটার পরে মেডিকেল বোর্ড আবার উনার সঙ্গে আলাপ করে পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

তিনি আরও বলেন, ‘আথ্রাইটিস রোগের জন্য ফিজিওথেরাপি একটি আবশ্যক চিকিৎসা। যেটা অনিবার্য, যেটা করতে হবে। আজ বিকেলে সেটি দেওয়া হবে এবং কাল বিকেল চারটার পর ওনার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সকলে মিলে উনার প্রকৃত চিকিৎসা শুরু করবেন। এর আগে তারা পরীক্ষা-নিরীক্ষা করে সকল রোগের ইতিহাস এবং ধরন সম্পর্কে অবগত হয়েছেন।’

বিজ্ঞাপন

বেগম জিয়ার শারীরিক অবস্থা যেহেতু স্থিতিশীল তাহলে তাকে কি হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে না কি কারগারে রেখে চিকিৎসা দেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনও বলার সময় আসেনি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম জিয়াকে যদি উন্নতমানের চিকিৎসা দেওয়া যায় তাহলে তার শারীরিক অবস্থার উন্নতি অনেকটাই আমরা আশা করছি এবং সেটি এ হাসপাতালে অবশ্যই সম্ভব।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. নজরুল করিম এবং উপ-পরিচালক মো. খোরশেদ আলম।

সারাবাংলা/এসএইচ/একে

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বিএেএমএমইউ হাসপাতাল