যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হ্যারিকেন ‘মাইকেল’
৯ অক্টোবর ২০১৮ ১৫:৫১ | আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১০:৫৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ক্রমেই শক্তিশালী হচ্ছে হ্যারিকেন মাইকেল। ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-০১ থেকে ক্যাটাগরি-০৩ এ রূপান্তরিত হয়ে বুধবার (১০ অক্টোবর) আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলবামায়। খবর আল-জাজিরা।
হ্যারিকেন ‘মাইকেল’ মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য দুটি। ঘূর্ণিঝড়ের আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে উপকূল থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য কাজ করছেন পাঁচ হাজারের বেশি উদ্ধারকর্মী।
‘মাইকেলকে’ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গত একদশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ভাবা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পাহাড়ি এলাকায় আস্মকিক বন্যা ও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, গাছ-পালা উপড়ে যাওয়া ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটতে পারে বলে সবাইকে সতর্ক করা হচ্ছে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট, মাইকেলকে ‘দানবাকৃতির হ্যারিকেন’ বলে অভিহিত করেন এবং ৩৫টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করার কথা জানান। উপকূলীয় এলাকার মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় ফুরিয়ে আসছে। আজকেই পরিকল্পনার সময়। কারণ আগামীকাল খুব দেরি হয়ে যেতে পারে।
সারাবাংলা/এনএইচ