Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ‘ইউনিট-১’ এর ফল প্রকাশ রোববার


৯ অক্টোবর ২০১৮ ১২:৫৫

।। জবি করেসপন্ডেন্ট ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা)’র ফলাফল রোববার (১৪ অক্টোবর) প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং লাইফ ও আর্থ অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার উত্তর পত্র মূল্যয়ন প্রায় শেষের দিকে। পদার্থ ও রসায়নের কিছু প্রশ্নের উত্তর মূল্যায়ন বাকি আছে। বৃহস্পতিবারের মধ্যে খাতা মূল্যায়ন করা শেষ হবে। এর পরে আমরা রেজাল্ট শিট সাজিয়ে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করবো। আমাদের উপাচার্য এখন ব্যাস্ত। উপাচার্যের সঙ্গে কথা বলে আগামী রোববার ফল প্রকাশ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৯শে সেপ্টেম্বর ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার ‘ইউনিট-১’-এর ১১৭৮টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়। এর মধ্যে সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩ হাজার ১৬৪ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা দেয়।

প্রতি আসনের জন্য গড়ে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় আংশগ্রহণ করে।

সারাবাংলা/জেআর/এমআই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর