Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২১ আগস্টের রায় ঘিরে কোনো বিশৃঙ্খলা জনগণ প্রশ্রয় দেবে না’


৮ অক্টোবর ২০১৮ ১৯:২৪ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ২১:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। তবে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে জনগণ তাদের আশ্রয়-প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং কোরিয়া থেকে আগত মাদক নিয়ন্ত্রণ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম একটা বর্বর হামলায় মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। এটা দেশের মানুষ কোনো দিন আশা করেনি। তাই এ দেশের জনগণ রায়ের পরে একটা শুকরানার নামাজ আদায় করবে। কারণ এ রায় এবং কার্যকরের মাধ্যমে একটা কালো দাগ জাতির ললাট থেকে মুছে যাবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি রায়ের জন্য জনগণ অধির আগ্রহে অপেক্ষা করছে। রায় ঘোষণা হবে এবং রায় কার্যকর হবে। এ অপেক্ষায় আছে দেশের জনগণ। তবে রায়কে ঘিরে সবাই বিশৃঙ্খলার যে আশঙ্কা করছে, সেরকম কোনো সম্ভাবনা নেই। কারণ এ দেশের জনগণ কোনো বিশৃঙ্খলা, কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। কাজেই জনগণ যেখানে সহায়ক থাকে, পাশে থাকে—তখন আমাদের নিরাপত্তা বাহিনারা বিশৃঙ্খলার কোনো আশঙ্কা পায় না।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কেউ অযথা পকেটে মাদক ঢুকিয়ে হয়রানি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে পুলিশ কর্মকর্তা, র‌্যাব কর্মকর্তা কিংবা অন্য যে কেউ হউক, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মাদক আইনে সুস্পষ্টভাবে বলা আছে, যারা অযথা হয়রানি করবে তাদের বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থার কথা উল্লেখ আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমআই

২১ আগস্ট গ্রেনেড হামলা রায়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর