আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ, শপথ মঙ্গলবার
৮ অক্টোবর ২০১৮ ১৭:১৪ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৯:২৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন— বিচারপতি জিনাত আরা, বিচারপিত আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো.নূরুজ্জামান। এ নিয়ে অাপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হবে সাত জন।
হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সারাবাংলাকে তিন বিচারপতি নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন।
অাগামীকাল মঙ্গলবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতির শপথবাক্য পাঠ করাবেন।
পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তিন বিচারপতি নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত তিন ব্চিারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
সারাবাংলা/এজেডকে/এমআই