Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনায় বসার আহ্বান ফখরুলের


৮ অক্টোবর ২০১৮ ১৬:০৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে সোমবার (৮ অক্টোবর) একটি অভিজাত হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘এখনো সময় আছে। সময় ফুরিয়ে যায়নি। উপলব্ধি করার সময় এখনো আছে। সময় থাকতে আপনাদের রক্ষাকর্তা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। একমাত্র তিনি (খালেদা জিয়া) আপনাদের (জনগণকে) মুক্তি দিতে পারবেন। তাকে মুক্ত করুন।’

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘আলোচনা করুণ। কীভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তা নিয়ে আলোচনা করুন।’

মহাসচিব আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণকে জিম্মি করে কিছুদিনের জন্য ক্ষমতায় থাকা যায়। চিরদিন যায় না।’

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাশের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘এ সরকারের কোনো আইন আমরা মানি না৷ কারণ যে সংসদ এই আইন পাশ করেছে তাদের নিজেদেরই বৈধতা নেই। প্রতারক সরকারের করা আইন বিএনপি মানে না।’

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, ‘আমরা যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, যে স্বপ্ন দেখেছি, এই সরকার তা ধূলিস্মাৎ করে দিয়েছে। এ দলটি একের পর-এক কালো আইন চাপিয়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলছে এ সরকার। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ আওয়ামী লীগ জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘আমি সব সময় বলি, আশা ছেড়ো না। আমরা সংগ্রাম চালিয়ে যাব৷ জনগণের অধিকার ফিরিয়ে নিতে, খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম চালিয়ে যাব।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। দেশের সকল মানুষকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি আয়োজিত এই সভায় আরও অংশ নিয়েছেন যুক্তরাজ্য, চীন, কানাডা, ইউরোপীয়ান ইউনিয়ন, যক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, ভিয়েতনাম, ফিলিস্তিন, আফগানিস্তানের প্রতিনিধিরা।

নেতদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গণস্বাস্থ্যের ছিলেন ড. জাফর উল্লাহ চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোহাজ্জেম হোসেন আলাল, খাইরুল কবীর খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ প্রমুখ।

সারাবাংলা/এসও/একে

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর