কোটা বহাল রাখার দাবিতে সিলেটে সড়ক অবরোধ
৮ অক্টোবর ২০১৮ ১৪:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৪:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সিলেট: সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে সিলেটের চন্ডিরপুলে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সোমবার (৮ অক্টোবর) দুপুরে এক ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তারা।
সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চন্ডিরপুল এলাকায় জড়ো হর মুক্তিযোদ্ধার সন্তানেরা। পরে বেলা সাড়ে ১২টা থেকে তারা চন্ডিরপুল চত্বরে অবস্থান নেন। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় তারা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ ভাগ কোটা বহাল রাখার দাবি জানায়। দাবি আদায় না হলে একাত্তরের চেতনায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সারাবাংলা/এমও