এস আলমের বাসে তল্লাশি, ২১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
৮ অক্টোবর ২০১৮ ১৪:১০ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৪:১১
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি করে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) গভীর রাতে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুইজন হলেন- বাসচালক অহিদুল আলম ও তার সহকারী মোশারফ আলী।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এস আলম সার্ভিসের একটি বাস আটক করা হয়। পরে সেটিতে তল্লাশি করে চালকের সিটের পেছনে টুল বক্সের ভেতর বিশেষ কৌশলে রাখা ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এনএইচ