ঢাবির চ ইউনিটে পাসের হার ১৯ শতাংশ
৮ অক্টোবর ২০১৮ ১৩:২৫ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৩:৪০
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৯.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সোমবার ( ৮ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায় ২৬৯ জন ভর্তিচ্ছু অংকন পরীক্ষায় পাস করেছে। চ ইউনিটে আসন রয়েছে ১৩৫টি। অঙ্কন পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৮৩জন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর সোমবার চ ইউনিটের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। এতে ১৫৬৬ জনকে পরবর্তী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হয়। পরে ২২ সেপ্টেম্বর শনিবার এই ১৫৬৬ জনের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
সারাবাংলা/কেকে/জেডএফ
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, জালিয়াতির অভিযোগে আটক ২
ঢাবিতে জালিয়াতির অভিযোগে ভর্তিচ্ছু আটক