Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন করব, তবে ভবিষ্যৎ বলতে পারি না’


৮ অক্টোবর ২০১৮ ১৩:২১ | আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৩:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন আমরা ৩০০ আসনে নির্বাচন করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে ভবিষ্যতে কি হবে তা বলতে পারি না।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে রংপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘আগামী ২০ অক্টোবর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ শেষে আগামী ২০ অক্টোবরের পর সারাদেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।’

নির্বাচন এলেই এরশাদ-রওশন দ্বন্দ্ব বেড়ে যায় কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ নেই। আমার স্ত্রী, আমরা সবাই এক। আমরা সবাই এক সঙ্গে নির্বাচন করবো। এতে কোনো দলীয়করণ নেই, বিভেদ নেই। আমাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে বিজয়ী হওয়া।’

এসময় দলের ভাইস প্রেসিডেন্ট ফখর উজ জামান, মেজর (অব.) খালেদ আখতার, এসএম ইয়াসিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

একাদশ জাতীয় নির্বাচন রওশন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর